এই করোনাকালে Zoom Apps অনেক জনপ্রিয় হওয়ার কারণে এর ব্যবহার বহুগুণে বেড়েছে। তাই দাপপ্তরিক কিংবা ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে Live করে থাকেন।
কিন্তু Zoom Apps থেকে Live করতে কিছু অসুবিধাও রয়েছে, যেমন:
* Zoom Apps -এ Licence না কিনলে Live করার Option চালু হয় না।
* Apps এর মাধ্যমে Live করলে ZOOM লেখা স্ক্রিনে ভেসে থাকে যা বেশ দৃষ্টিকটু।
তাই এই সমস্যাগুলোর সমাধান হল OBS এর লাধ্যমে লাইভ করা। এতে আপনার অর্থ ও সৌন্দর্য্য দুটোই অটুট থাকবে। তাহলে দেখে নেয়া যাক কিভাবে OBS সফ্টওয়ার দিয়ে Zoom Meeting Live… করা যায়।