TRENDING
OBS

Zoom দিয়ে OBS এ লাইভ করবেন যেভাবে

এই করোনাকালে Zoom Apps অনেক জনপ্রিয় হওয়ার কারণে এর ব্যবহার বহুগুণে বেড়েছে। তাই দাপপ্তরিক কিংবা ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে Live করে থাকেন।

কিন্তু Zoom Apps থেকে Live করতে কিছু অসুবিধাও রয়েছে, যেমন:
* Zoom Apps -এ Licence না কিনলে Live করার Option চালু হয় না।
* Apps এর মাধ্যমে Live করলে ZOOM লেখা স্ক্রিনে ভেসে থাকে যা বেশ দৃষ্টিকটু।

তাই এই সমস্যাগুলোর সমাধান হল OBS এর লাধ্যমে লাইভ করা। এতে আপনার অর্থ ও সৌন্দর্য্য দুটোই অটুট থাকবে।  তাহলে দেখে নেয়া যাক কিভাবে OBS সফ্‌টওয়ার দিয়ে Zoom Meeting Live… করা যায়।

প্রথম ধাপ:
> OBS
চালু করে একটি Scene তৈরি করে Source থেকে Window Capture নির্বাচন করতে হবে।

দ্বিতীয় ধাপ:
Zoom Apps টি চালু করে Metting-এ Join করতে হবে।
এরপর OBS Studio এর 
>
Window Capture থেকে 
Window: [Zoom.exe]: Zoom Meeting
Capture Method : Windows Graphics Capture
Window Match Priority: Match title, otherwise find window of same type 
নির্বাচন করে দিতে হবে।

তৃতীয় ধাপ:
> OBS এর Settings-এ গিয়ে facebook বা Youtube লাইভ কনফিগার করে ‍Start Streaming-এ ক্লিক করলেই Live… শুরু হয়ে যাবে। এতে আপনি আপনার মত করে Zoom Meeting কে OBS এর মাধ্যমে নিয়ন্ত্রন করতে পারবেন। আপনি চাইলে Live-এ Scroll text, Motiong Logo, Custom Frame ব্যবহার করতে পারবেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top