বর্তমান করোনা পরিস্থিতিতে ঘরে বসে অফিসের মিটিং বা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে অংশ নিতে বিভিন্ন ভিডিও কলিং প্লাটফর্ম অনেক জনপ্রিয় হয়েছে। এর মধ্যে প্রথম সারিতে অবস্থান Zoom -এর। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই Zoom Apps এর মাধ্যমে কিভাবে Facebook ও Youtube এ Live করতে পারি।
পূর্বশর্ত:
* Zoom থেকে সরাসরী Youtube / Facebook Live করতে গেলে Pro/Paid account লাগবে। Free Account –এ এই Option Hide থাকবে।
এরপর Browser থেকে www.zoom.us -এই ঠিকানায় Browse করে Personal > Settings > Meeting > In meeting (Advance) থেকে Allow live streaming meetings এ On Button Active করতে হবে। এখন প্রয়োজন অনুসারে Facebook, Youtube ও অন্যান্য Platform এর বামে টিক চিন্হ দিয়ে Save করতে হবে।
এই করোনাকালে Zoom Apps অনেক জনপ্রিয় হওয়ার কারণে এর ব্যবহার বহুগুণে বেড়েছে। তাই দাপপ্তরিক কিংবা ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে Live করে থাকেন। কিন্তু…
এখন শিক্ষা, বিনোদন থেকে শুরু করে প্রায় প্রতিটি ক্ষেত্রে ইন্টারনেটে ভিডিও দেখার জনপ্রিয় সাইট ইউটিউবের জনপ্রিয়তা আকাশচুম্বি। তেমনি এই সাইটটিকে আরও উন্নত ও ব্যবহার বান্ধব…