WhatsApp বর্তমান সময়ে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম। বিশ্বের অনেক মানুষ এ প্লাটফর্মটি ব্যবহার করে থাকে। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি বন্ধু, অফিস কলিগদের জন্য আলাদা গ্রুপও থাকে। অনেকে জরুরি ফাইল, ছবি, ভিডিও শেয়ারের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে।
ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নয়নে মেটা প্রতিনিয়ত বিভিন্ন ফিচার নিয়ে কাজ করছে। এখানে মেসেজের সুরক্ষা নিশ্চিতে ডিজ অ্যাপিয়ারিং মেসেজ নামের একটি ফিচার রয়েছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজ পাঠানোর ২৪ ঘণ্টা, সাতদিন, বা ৯০ দিন পর আপনা আপনি মেসেজগুলো মুছে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারবে।
WhatsApp থেকে কাউকে মেসেজ দেওয়ার আগে ব্যবহারকারীরা সেগুলো ইনবক্সে সংরক্ষিত থাকবে না কি নির্দিষ্ট সময় পর নিজ থেকেই মুছে যাবে তা নির্ধারণ করে দিতে পারবে। তবে আগে এগুলো সংরক্ষণ করা না গেলেও এখন সেই সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। এখন চাইলেই ব্যবহারকারী ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সেভ করে রাখতে পারবেন।
WhatsApp বেটাইনফোর প্রতিবেদনে বলা হয়, নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এ ডিজ অ্যাপিয়ারিং মেসেজে কিছু সময়ের জন্য সেভ করে রাখতে পারবেন। এখানে সংরক্ষণ বা ডিলিট অপশন চালু রাখার সুবিধা রয়েছে।
এছাড়াও আরও একটি নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। গুগল ড্রাইভ ছাড়াই কোনও চ্যাটের ব্যাকআপ রাখা যাবে। ফলে কোনো কারণে স্মার্টফোন হারিয়ে গেলে বা পরিবর্তন করা হলেও আগের চ্যাট হিস্ট্রি ফিরে পাওয়া যাবে।
আরো দেখুন:
ফিচারের তথ্য নিজ থেকেই জানাবে Whats app