BD info 360

HTC

স্মার্টফোনে থ্রিডি কন্টেন্ট দেখার সুবিধা দিতে নতুন স্মার্টফোন এনেছে এইচটিসি। ডিজায়ার ২২ প্রো নামে এটি আনা হয়েছে।
ডিসপ্লে
ডিজায়ার ২২ প্রো ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ১০৮০*২৪১২ পিক্সেল। রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
প্রসেসর- অপারেটিং সিস্টেম
এইচটিসি ডিজায়ার ২২ প্রোতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ ফাইভজি প্রসেসর দেয়া হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১২।
র‌্যাম-রম
ডিভাইটিতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। ফলে স্টোরেজ নিয়ে বাড়তি চিন্তা করতে হবে না।
ক্যামেরা
ডিভাইসটিতে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেলের ডেপথ ও সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
রঙ
যুক্তরাজ্যের বাজারে কালো রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে।
ব্যাটারি
ডিভাইসটিতে ৪ হাজার ৫২০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ১৮ ওয়াটের কুইক চার্জ ভার্সন ৩-ও রয়েছে। পাশাপাশি এতে ওয়্যারলেস ও রিভার্স চার্জিং প্রযুক্তিও রয়েছে।
মূল্য
ভারতের বাজার হিসেবে এর মূল্য সাড়ে ৩৮ হাজার রুপির কাছাকাছি হতে পারে। বাংলাদেশের বাজারে আসলে এর দাম ৪০-৪৫ হাজারের মধ্যে হতে পারে। তবে সে বিষয়ে আপাতত কোনো তথ্য নেই।

Spread the love

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *