BD info 360

বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। আর স্মার্টফোন মানেই বিভিন্ন অ্যাপের সমাহার। সামাজিক যোগাযোগ থেকে শুরু করে, ছবি ও ভিডিও এডিটিং, বই পড়া, সৃজনশীল কাজ শেখার জন্য হাজারো অ্যাপ রয়েছে। তবে সব জায়গা থেকে অ্যাপ ডা্উনলোড করা উচিত নয়। এতে ডিভাইসে সাইবার আক্রমণের পাশাপাশি তথ্য চুরি ও ম্যালওয়্যার ছড়িয়ে দেয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে।

সম্প্রতি গুগল এমন বেশ কিছু অ্যাপ সরিয়ে নিয়েছে প্লে স্টোর থেকে। যেগুলো শুধু ম্যালওয়্যার ছড়ানোই নয়, ফোনের বেশি ডাটা খরচ করত। এমনকি এসব অ্যাপ মোবাইলের ব্যাটারির পক্ষে খুবই ক্ষতিকারক। এ ধরনের অ্যাপ ব্যবহারের ফলে মোবাইলের ব্যাটারির আয়ুস্কাল কমে আসছে অল্প সময়ের মধ্যেই। এমন কিছু অ্যাপের নাম জানিয়েছে গুগল। যেগুলো প্লে-স্টোর থেকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। চিন্তার বিষয় হচ্ছে, প্রায় ২০ মিলিয়ন ডাউনলোড হয়েছে এ অ্যাপগুলো।

তালিকায় থাকা অ্যাপগুলো ফ্ল্যাশলাইট (টর্চ), কিউআর (কুইক রেসপন্স) রিডার্স, ক্যামেরা, ইউনিট কনভার্টার, টাস্ক ম্যানেজার ক্যাটাগরির অন্তর্গত। এমন ১৬টি অ্যাপ শনাক্ত করেছে গুগল। যেগুলোতে ক্লিকার নামের ম্যালওয়্যার দেখা গিয়েছে। এসব অ্যাপ খোলার পর সেগুলো ডাউনলোড হয় রিমোট কনফিগারেশনের মাধ্যমে। ফলে তারা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠায়। সেই কনফিগারেশন ডাউনলোড করার পর, সেটি ফায়ারবেস ক্লাউড মেসেজিং সিস্টেমে রেজিস্টার হয়ে যায়। এরপর সেখান থেকে গ্রাহকদের কাছে পুশ মেসেজ পাঠানো হয়। এর মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। তাই বিশেষজ্ঞরা অ্যাপ নামানোর ক্ষেত্রে ইউজার রিভিউ, রেটিং দেখার পাশাপাশি কোনো অ্যাপের ডেভেলপার ও বিস্তারিত বর্ণনা পড়ে নেয়ার পরামর্শও দিয়েছেন।

Spread the love

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *