সম্প্রতি দ্বাদশ প্রজন্মের K সিরিজের কয়েকটি প্রসেসর বাজারেে উন্মুক্ত করেছে টেক জায়ান্ট ইন্টেল। এ প্রসেসরগুলো কর্মক্ষমতায় একটু এগিয়ে থাকে। তাই Non-K প্রসেসরের তুলনায় এগুলোর দাম একটু বেশি হয়। তবে বাজারে স্বল্পমূল্যের লকড্ প্রসেসরের চাহিদাই থাকে বেশি।
তবে কবে এ প্রসেসরগুলো বাজারে আসবে তা ইন্টেল না জানালেও ফাঁস হওয়া তথ্যে ২০২২ সালের ৪জানুয়ারি ঘোষনা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
12th gen Core i3 12100,Core i5 12400সহ বেশ কিছু মডেলের প্রসেসরের পাশাপাশি লিক হয়েছে এর মূল্যও।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত একটি অনলাইন রিটেইলের লিকড্ স্ক্রিনশটে দেখা গেছে এর মডেল ও মূল্য।