শাওমি মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে বেশ যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। বিশেষ করে স্বল্প মূল্যে প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ডসেট সকলের নাগালের মধ্যে এনেছে চীন ভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠান। মূলত উচ্চমানের ক্যামেরা ব্যবহারের কারণে এর হ্যান্ডসেটগুলো তরুণদের মাঝে অনেক জনপ্রিয়। তাই সেরকমই একটি ক্যামেরা ফোন রেডমি নোট ৮। দেখে নিন এর বিস্তারিত…
নেটওয়ার্ক
জিএসএম/এইচএসপিএ/এলটিই (৪জি)
প্রকাশিত
আগস্ট,২০১৯
অপারেটিং সফট্ওয়ার
এন্ড্রয়েড ৯.০ (পাই), এমআইইউআই ১১
প্রসেসর
অক্টাকোর (৪.২ ক্রাইরো ২৬০ গোল্ড এবং ৪ x ১.৮ গিগাহার্জ ক্রাইরো ২৬০ সিলভার)
চিপসেট
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫
জিপিইউ
অ্যাড্রেনো ৬১০
সিম
ডুয়েল সিম (ন্যানো সিম)
ডিসপ্লে
৬.৩ ইঞ্চি, আইপিএস, ১০৮০ x ২৩৪০ পিক্সেল
র্যাম
৩ জিবি,
মেমরি
৩২ জিবি (ডেডিকেটেড স্লট)
ক্যামেরা:
পিছনে- ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল