ভিভো ওয়াই৫১ স্মার্টফোনটিতে একই সাথে শক্তিশালী ব্যাটারি, সেরা প্রসেসর এবং বড় স্টোরেজের সমন্বয় করেছে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো।
ডিসপ্লে:
ভিভো ওয়াই-৫১ ফোনটিতে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে স্ক্রিন টু বডি অনুপাত হচ্ছে ৯০.৬১ শতাংশ।
প্রসেসর এবং গ্রাফিক্স:
ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৬৬২ প্রসেসর। আর গ্রাফিক্স হিসেবে থাকছে অ্যাডরেনো ৬১০।
র্যাম এবং রম:
৮ জিবি’র র্যাম ও ১২৮ জিবি’র রমের কারনে দ্রুতগতির পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।
ক্যামেরা:
মোবাইল ফটোগ্রাফির জন্য চমৎকার কিছু ফিচারও রয়েছে ভিভো ওয়াই৫১ ফোনে। ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ স্মার্টফোনটির পেছনে রয়েছে ৩টি ক্যামেরা এবং সাথে আছে ১৬ এমপির ১টি ফ্রন্ট ক্যামেরা। এসব ক্যামেরায় পেশাদার ফটোগ্রাফারদের জন্য যুক্ত করা হয়েছে ওয়াইড অ্যাঙ্গেল, সুপার ম্যাক্রো, স্টাইলিশ নাইট ফিল্টারস, সুপার নাইট মোডের মতো সর্বাধুনিক প্রযুক্তি ।
ভিডিও এর জন্য ভিভো ওয়াই৫১-এ যুক্ত করা হয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (ইআইএস) প্রযুক্তি। এ প্রযুক্তি থাকায় চলমান অবস্থাতেও পরিস্কার এবং অধিক স্থিতিশীল ভিডিও ধারণ করা যাবে ।
রং:
ফোনটি পাওয়া যাচ্ছে ক্রিস্টাল সিম্ফনি এবং টাইটানিয়াম স্যাফায়ার এই দুটি রঙে ।
ব্যাটারি:
ভিভো ওয়াই৫১ এ ৫০০০ এমএএইচ ব্যাটারির সাথে রয়েছে ১৮ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সুবিধা। তাই মাত্র এক ঘণ্টায় ফোনটি ৭০ শতাংশ চার্জ করা সম্ভব।
মূল্য:
দেশের বাজারে ডিভাইসটি পাওয়া যাচ্ছে ২১ হাজার ৯৯০ টাকায়।

- February 12, 2021
- soummyo
- 0 Comment
- প্রযুক্তি পণ্য, ভিভো (Vivo), মোবাইল
- 26
Related Articles

ডিজিটাল ক্যামেরা উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে
- August 10, 2022,
- তথ্য কণিকা

iphone স্টোরেজ থেকে চিরতরে ফাইল মুছবেন যেভাবে
- August 6, 2022,
- তথ্য কণিকা

অ্যান্ড্রয়েডের ব্যাটারি চার্জ দেবেন যখন
- July 19, 2022,
- Tips