BD info 360

Realme Narzo 20

রিয়েলমি নারজো ২০

গেমিং সেন্ট্রিক রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনে রয়েছে শক্তিশালী হেলিও জি৮৫ গেমিং প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি এবং টাইপ-সি ১৮ ওয়াটের কুইক চার্জিং প্রযুক্তি।
ডিসপ্লে:
ডাইনামিক ভিক্টরি ডিজাইন সমৃদ্ধ রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির বিশাল ডিসপ্লে। এতে থাকছে ৮৮.৭ শতাংশ ক্রিন-টু-বডি রেশিওর বিশাল ৬.৫ ইঞ্চি মিনি ড্রপ ডিসপ্লে, যা দেবে চমৎকার ভিউইং এক্সপেরিয়েন্স।
প্রসেসর:
রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনটিতে থাকছে পাওয়ারফুল অক্টা-কোর হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। আনতুতু বেঞ্চমার্কে এর গেমিং স্কোর দুই লাখের বেশি। গেমারদের জন্য রিয়েলমি নারজো ডিভাইসে থাকছে হার্ডওয়্যার-সফটওয়্যার অপটিমাইজেশন। 
র‌্যাম/রম:
ফোনটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম
ক্যামেরা: 
মোবাইলের পেছনভাগে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রধান লেন্স (এফ/১.৮), একটি ৮ মেগাপিক্সেলের ১১৯-ডিগ্রি আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সসহ এআই ট্রিপল রিয়ার ক্যামেরা।
৮ মেগাপিক্সেলের ৫পি লেন্সের ফ্রন্ট ক্যামেরায় আছে এআই বিউটিফিকেশন ফাংশন, এইচডিআর মোড, পোর্ট্রেট মোড এবং প্যানোসেলফির মত ফিচার। ক্যামেরাটি ৬০ ফ্রেমে ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ড ধারণ করতে সক্ষম।
রঙ:
রিয়েলমি নতুন এই স্মার্টফোনটি সিলভার সোর্ড এবং ব্লু ব্লেড এই দুটি দারুণ রঙে পাওয়া যাবে।  
ব্যাটারি:
রিয়েলমি নারজো ২০ ফোনটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারির সাথে আছে টাইপ সি ১৮ ওয়াট কুইক চার্জ সুবিধা। একবার সম্পূর্ণ চার্জে ১১ ঘণ্টা টানা গেম খেলা যাবে। এছাড়াও এই মেগা ব্যাটারি ২৫ ঘণ্টার বেশি একটানা ইউটিউবে ভিডিও দেখা কিংবা ১১৭ ঘণ্টা স্পটিফাইয়ে গান শোনা কিংবা ৪৩ ঘণ্টা নিরবিচ্ছিন্ন কল টাইম নিশ্চিত করে। সম্পূর্ণ ব্যাটারি দিবে ৪৫ দিনের স্ট্যান্ডবাই। এর ৯ ভোল্ট/২ অ্যাম্পিয়ার চার্জার দিয়ে মাত্র ৩০ মিনিটে ২৯ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া যায়।রিয়েলমি নারজো ২০ তে আছে সুপার পাওয়ার সেভিং মোড, যার ফলে কেবলমাত্র ৫% ব্যাটারি নিয়ে ২ ঘণ্টা ভয়েস কল করা যাবে।
মূল্য:
রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম ভ্যারিয়েন্টির মূল্য ১৩ হাজার ৯৯০ টাকা।
==================

ভালো দিক:

  • দৃষ্টিনন্দন ডিজাইন
  • ৬০০০ এমএএইচ বিশাল ব্যাটারি
  • ১৮ ওয়াট কুইক চার্জ
  • গোমিং এর ক্ষেত্রে ভালো এই বাজেটে

দূর্বলতা:

  • সেকেন্ডারি নয়েজ ক্যানসেলেশন মিক নাই
  • লো লাইট ক্যামেরা পারফরমেন্স বেশ দূর্বল
  • নটিফিকেশন লাইট নাই

 

Spread the love

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *