BD info 360

Whatsapp

ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার আনতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মেসেজিং প্লাটফর্ম Whatsapp। এতদিন ফিচারের বিষয়ে জানতে হলে বিভিন্ন প্রযুক্তি সংবাদ মাধ্যমের অপেক্ষায় থাকতে হতো। এবার এ অপেক্ষার পালা ফুরোচ্ছে। নতুন ফিচারের বিষয়ে নিজে থেকেই জানাবে হোয়াটসঅ্যাপ। এ লক্ষ্যে নতুন চ্যাটবট এনেছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি।

বর্তমানে বিশ্বে ২০০ কোটি গ্রাহক নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে হোয়াটসঅ্যাপ। শুধু ব্যক্তিগত তথ্য আদান-প্রদানই নয়, বরং অফিসের গুরুত্বপূর্ণ বার্তা কিংবা ফাইল শেয়ারও চলছে প্ল্যাটফর্মে। তাই প্ল্যাটফর্মটি ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে মেটা।

সম্প্রতি ওয়াবেটাইনফো প্রকাশিত এক প্রতিবেদনে একটি স্ক্রিনশট শেয়ার প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে, অ্যাপটিতে একটি ভেরিফায়েড চ্যাটবট থাকবে। এই চ্যাটবটের সাহায্যে কথোপকথনের তালিকার মাধ্যমে নতুন ফিচার সম্পর্কে জানা যাবে। শুধু তাই নয়, এর পাশাপাশি ওই চ্যাটবটের মাধ্যমে টিপস ও ট্রিকস এবং নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কেও জানা যাবে।

চ্যাটবট নিয়ে এখনো পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে Whatsapp। অর্থাৎ এখনো বেটা ভার্সনে আছে ফিচারটি। শিগগিরই এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Whatsapp প্ল্যাটফর্মে শুধু বিজনেস অ্যাকাউন্টগুলো আগে ভেরিফাই থাকলেও এবার চ্যাটবটও ভেরিফায়েডই থাকবে। তবে ব্যবহারকারীরা এই চ্যাটবটের কোনো রিপ্লাই বা উত্তর দিতে পারবে না। চ্যাটবটে আসা মেসেজগুলো নোটিফিকেশন আকারে আসবে।

Spread the love

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *