Youtube পৃথিবীর সব থেকে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট। এখানে প্রতি মিনিটে ৫০০ ঘন্টার বেশি কনটেন্ট আপলোড করা হয়। আর ব্যবহারকারীরা প্রতিদিন প্রায় ১ বিলিয়ন ঘন্টার বেশি ভিডিও দেখে থাকেন। তাহলে বুঝতেই পারছেন ইউটিউব কতটা জনপ্রিয়।
মূলত একটি জিমেইল বা গুগল একাউন্ট থাকলেই অনায়াসে ইউটিউবে চ্যানেল খোলা যায়। আর নিজের পছন্দমত চ্যানেলের নাম ও রাখা যায় বিনমূল্যে। তবে এতদিন ইউটিউব চ্যানেলের নাম পাল্টাতে গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করতে হত। কিন্তু সম্প্রতি Youtube এ পদ্ধতিতে পরিবর্তন এনেছে। এখন চ্যানেলের নাম ও প্রোফাইল পিকচার পরিবর্তন করা যাবে মূল গুগল অ্যাকাউন্ট ঠিক রেখেই।
চ্যানেলের নাম পরিবর্তন করার পদ্ধতি:
ডেস্কটপ:
ডেস্কটপে Youtube স্টুডিও খুলে মেনুবার থেকে কাস্টমাইজেশন অপশনে সিলেক্ট করতে হবে। এরপর বেসিক ইনফো সিলেক্ট করে এরপর চ্যানেলের নাম বদলাতে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পছন্দমত নাম দিয়ে ডানকোণায় PUBLISH বাটন করলেই নাম পরিবর্তন হয়ে যাবে।

মোবাইল:
মোবাইলের ক্ষেত্রে ‘ইউর চ্যানেল’ অপশনে ক্লিক করতে হবে। এডিট চ্যানেল সিলেক্ট করে পেনসিল আইকনে ক্লিক করে প্রোফাইলের নাম বদলাতে হবে।
যেসব চ্যানেল নাম পরিবর্তন করতে পারবে
যেসব চ্যানেল নতুন বা এখনো ভেরিফিকেশন ব্যাজ হয় নি তারা সহযেই এ পদ্ধতিতে নাম পরিবর্তন করতে পারবেন। তবে যাদের চ্যানেলে ভেরিফিকেশন ব্যাজ রয়েছে, সেগুলোর জন্য এ সুযোগ আর থাকছে না। এজন্য তাদের নতুন করে আবেদন করতে হবে।
আরও দেখুন