BD info 360

how to find fake app

বর্তমানে কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোন বা মোবাইল কেন্দ্রিক সাইবার হামলার পরিমাণও বাড়ছে। অ্যাপ স্টোরে থাকা বিভিন্ন বিখ্যাত অ্যাপের নাম নকল করে (Fake app) ম্যালওয়্যার যুক্ত করে ভুয়া অ্যাপ ছড়িয়ে দিচ্ছে হ্যাকাররা। সেই সঙ্গে স্মার্টফোন হ্যাক করে চুরি করছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য।

সম্প্রতি ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা অ্যান্ড্রয়েড এবং আইওএসে ৪০০-এরও বেশি ভুয়া বা Fake app সন্ধান পেয়েছে। যেগুলো ব্যবহারকারীদের লগইন ক্রেডেনশিয়াল হাতিয়ে নিচ্ছে। এ কারণে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

অ্যাপ আসল না নকল সেটি কিছু উপায়ে জানা সহজ। তবে আরো কিছু পন্থায় নিরাপদ থাকা সম্ভব।

অফিসিয়াল অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে। অনেকেই বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করেন। এতে নকল অ্যাপ বা ম্যালওয়্যার স্মার্টফোনে প্রবেশ করার সম্ভাবনা থাকে অনেক বেশি। তাই এটি পরিহার করতে হবে।

Fake app চেনার উপায়

১। ডাউনলোড করার আগে অবশ্যই অ্যাপের বিস্তারিত ভালোভাবে দেখে নিতে হবে। সেখানো কোনো ভুল থাকা মানেই এর ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি। তাই ভালো করে খেয়াল করুন কোনো বানান ভুল আছে কি না। এটি সবচেয়ে সহজ উপায় ভুয়া অ্যাপ চেনার।

২। অ্যাপের ডেভেলপারের নাম দেখুন। ভুয়া অ্যাপগুলি প্রায়ই অখ্যাত ডেভেলপারদের দ্বারা তৈরি করা হয়। তাই, যখনই কোনও অ্যাপ ডাউনলোড করবেন, তখন অবশ্যই ভালো করে দেখে নিন যে অ্যাপটির ডেভেলপারের নাম পরিচিত কিনা।

৩। অ্যাপের Permissions দেখুন। ভুয়া অ্যাপগুলি প্রায়ই আপনার ফোনের অতিরিক্ত Permission চায়। তাই, যখনই কোনও অ্যাপ ডাউনলোড করবেন, তখন অবশ্যই ভালো করে দেখে নিন যে অ্যাপটি কোন Permission চায়।

৪। অ্যাপের রিভিউগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। কোনো অ্যাপ ডাউনলোড করার আগে তার রিভিউগুলো পড়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। কারণ নকল বা ভুয়া অ্যাপে রিভিউ কখনো ভালো থাকে না।

৫। অ্যাপের ডাউনলোডের সংখ্যাকেও বিবেচনা করুন। যদি কোনো অ্যাপ ভুয়া থাকে তাহলে সেই অ্যাপের ডাউনলোড সংখ্যাও কম থাকবে। প্রায় ৭০ শতাংশ মানুষই ডাউনলোডের সংখ্যা দেখে ডাউনলোড করেন। সঙ্গে রিলিজের সময়টাও দেখুন।

৬। অ্যাপের রেটিং দেখে নিন। আসল অ্যাপগুলোর রেটিং তুলনামূলক অনেক বেশি থাকে। ব্যবহারকারীরা যে অ্যাপগুলো ডাউনলোড করে উপকৃত হয় এবং রেটিং দিয়ে দেয়।

আরও দেখুন:
iphone স্টোরেজ থেকে চিরতরে ফাইল মুছবেন যেভাবে
Spread the love

Related Articles

3 Comments

  • Amar IT News 24 , October 18, 2022 @ 1:09 pm

    Nice information

  • Working at Walmart , October 25, 2022 @ 2:57 am

    Thanks for sharing your thoughts!

  • Discover phone number owner , October 5, 2023 @ 6:36 pm

    This website is packed with useful information, thanks for sharing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *