WALTON Gaming Mouse
দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। দেশের বাজারে নিত্য নতুন ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স পণ্য নিয়ে হাজির হচ্ছে প্রতিনিয়ত। বেশ কিছুদিন হল তারা কম্পিউটার সামগ্রী তৈরি শুরু করেছে। এর মধ্যে গেমিং মাউস অন্যতম। বলা যায় দেশের বাজারে সবচেয়ে কম দামের গেমিং মাউস ওয়ালটনই অফার করে।
মডেল Walton WMG004WB, সাদা ও ধুসর রঙের মিশ্রনের মাউসটির দাম মাত্র ৪৬০ টাকা।
আকারে বেশ বড় হলেও ডিপিআই ৮০০ থেকে ২৪০০ হওয়ায় গতি বেশ ভালো বলা যায়। তবে হার্ডকোর গেমারদের ক্ষেত্রে এ গতি একটু কম মনে হলেও সাধারণ ব্যবহারকারী ও অপেশাদার গেমাদের ক্ষেত্রে বেশ ভালোই বলা যাবে।