BD info 360

Walton-mouse-bdinfo360-1

WALTON Gaming Mouse

দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। দেশের বাজারে নিত্য নতুন ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স পণ্য নিয়ে হাজির হচ্ছে প্রতিনিয়ত। বেশ কিছুদিন হল তারা কম্পিউটার সামগ্রী তৈরি শুরু করেছে। এর মধ্যে গেমিং মাউস অন্যতম। বলা যায় দেশের বাজারে সবচেয়ে কম দামের গেমিং মাউস ওয়ালটনই অফার করে।

 মডেল Walton WMG004WB, সাদা ও ধুসর রঙের মিশ্রনের মাউসটির দাম মাত্র ৪৬০ টাকা।

আকারে বেশ বড় হলেও ডিপিআই ৮০০ থেকে ২৪০০ হওয়ায় গতি বেশ ভালো বলা যায়। তবে হার্ডকোর গেমারদের ক্ষেত্রে এ গতি একটু কম মনে হলেও সাধারণ ব্যবহারকারী ও অপেশাদার গেমাদের ক্ষেত্রে বেশ ভালোই বলা যাবে।

 গেমিং বলতেই এখন আরজিবি অর্থাৎ বিভিন্ন রঙের লাইটের সমারহ। এ মাউসটিতেও থাকছে কয়েকটি রঙের আলোর এফেক্ট। তবে সয়ংক্রিয় ভাবে আলো পরিবর্তন হয় না, ওপরে অবস্থিত ছোট একটি বাটনের মাধ্যমে রং পরিবর্তন করা যায়।

মোট বাটন সংখ্যা ৬। স্পোশাল হিসেবে আছে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড বাটন। ১৪০ গ্রাম ওজনের এ মাউসটিতে রয়েছে নায়লনের উন্নত মানের ব্রেডেড কেবল। যার দৈর্ঘ্য ১.৫ মিটার। 

 ব্যবহারের ক্ষেত্রে খুব বেশি হ্যান্ডি মনে না হলেও হাতের মুঠোয় বেশ ভালো ভাবেই খাপ খেয়ে যাবে। তবে মাউসটির মাপ আরেকটু ছোট হলে হয়ত এর ব্যবহার আরো সহজ হতো।

 সব কথার এক কথা, মূল্য বিবেচনায় এর থেকে কম মূল্যে গেমিং মাউস ভাবাই যায় না। 

Model : WMG004WB (High Precision)

Chipset & Sensor: 702

Buttons: 6D Buttons (Left Button, Right Button, Scrolling, DPI, Backward, Forward)

DPI Switch: 800 to 2400

Backlit : Red/Blue/Purple

Cable: 1.5m Nylon Braided Cable with Magnet Ring

Dimension : 140* 75* 40mm

Weight: 140g ± 5g

Body Color: White Top with Grey Bottom

System Support: All

Walton gaming mouse কিনতে এখানে ক্লিক করুন।

 

 

 

আরও পড়ুন:

DDR4 মেমরি সাপোর্টেড Gigabyte B660 GamingX মাদারবোর্ড আসছে

Spread the love

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *