BD info 360

অ্যান্ড্রয়েডের ব্যাটারি চার্জ দেবেন যখন

অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর ডিভাইস ফুল চার্জ করার কথা শোনেন নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আবার ব্যাটারি পুরোটা শেষ হলে চার্জ দিতে হবে নাকি ২০-৩০ পার্সেন্ট থাকলে চার্জ দেয়া যাবে এ নিয়ে একটা দ্বন্দ্ব চলমান। কারো মতে পুরো ব্যাটারি শেষ হলে চার্জ দেয়া ভালো। কারো মতে আগেও দেয়া যায়। তবে সম্প্রতি গবেষকরা দ্বিতীয় শ্রেণির মানুষদের পক্ষেই যুক্ত দিয়েছেন।

গবেষকদের ভাষ্যমতে, ব্যাটারি পুরোপুরি শেষ হওয়ার পর সেটি পুনরায় চার্জ দেয়া স্মার্টফোনের জন্য ক্ষতিকর। তাই ব্যাটারিতে কিছু চার্জ থাকতেই চার্জিংয়ে বসানো ভালো। এটি ব্যাটারি স্বাস্থ্যের জন্য উপকারিও। পুরো ব্যাটারি খালি করে চার্জ দেয়ার মাধ্যমে গুণগত মান ধরে রাখা যায় এমন একটি প্রবাদ ছিল। তবে সেটির আর ভিত্তি রইল না।

বর্তমানে যেসব ব্যাটারি সেলফোনে ব্যবহার করা হয় সেগুলোতে লিথিয়াম আয়ন সেল ব্যবহার করা হয়। সেই সঙ্গে এতে থাকা রাসায়নিক পদার্থগুলো প্রতিবার ফুল চার্জ দেয়ার কারণে স্থায়িত্ব হারাতে থাকে। আর এটি ডিভাইসটি মোট কয়বার ফুল চার্জ দেয়া হয়েছে তার ওপর নির্ভর করে। সাধারণ ব্যবহারে একটি ব্যাটারির স্থায়িত্ব বা মেয়াদ শেষ হওয়ার আগে ৪০০-৫০০ বার চার্জিং সাইকেল পূরণ করতে পারে।

স্মার্টফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে চাইলে প্রথমত চার্জ রেখে চার্জিংয়ে বসাতে হবে। ব্যাটারি পুরোপুরো খালি করে চার্জ দেয়া যাবে না। এছাড়াও স্মার্টফোনকে উচ্চ তাপমাত্রা থেকে, সরাসরি দীর্ঘ সময় সূর্যের আলোর নীচ থেকে দূরে রাখতে হবে।

আরো দেখুন-
থ্রিডি কন্টেন্ট দেখার সুবিধা দিতে নতুন স্মার্টফোন এনেছে এইচটিসি

Spread the love

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *